স্মৃতি

হঠাৎ করেই কেন জানি না আজ মনে পড়ে  গেল তোমাকে,
ভোলার চেষ্টা করি বটে,  কিন্তু মনটা যে বড্ড আবেগপ্রিয়,
যতবারই চেষ্টা স্মৃতিগুলোকে বাক্সবন্দী  করে মনের চিলেকোঠায় রাখতে লুকিয়ে,
ততবারই যেন  কোন এক ঝোড়ো হাওয়া এসে স্মৃতিগুলোকে গোটা মনে আবার দিয়ে যায় ছড়িয়ে ।।
 মন যে বড় অবুঝ,
ঝোড়ো হাওয়ায় খুশি হয় বটে, কিন্তু বাস্তবের  রুক্ষ মাটিতে পরক্ষনেই স্মৃতিগুলো ভেঙ্গে চুরমার  হয়ে যায়ll
জানান দিয়ে যায়, আমি আছি সেই তিমিরেই
আচ্ছা!! মনে পড়ে সেই দিনগুলোর কথা??
মনে পড়ে সেই প্রথম আলাপ? মনে পড়ে আমাদের  সেই খুনসুটি?
সেই সব পড়ন্ত বিকেল?
তুমি আর আমি গোপনে  বসে দুজনের  হাতের  আলতো ছোঁয়ায় মনের কত গোপন কথা বলে ফেলতাম?
মনে পড়ে,সবার থেকে লুকিয়ে  তোমাকে দেয়া সেই প্রথম উপহার?
মনে পড়ে??
পড়ে নাl
পড়ন্ত বিকেলটা আজ আছে, নেই সেই খুনসুটিগুলো...
অনুভূতিগুলো ক্ষণস্থায়ী, কিন্তু স্মৃতিগুলো??

                                                        -Nirmallya

0 Comments