দম্ভ

ছায়াপথ ধরে হেঁটে গিয়েছো কখনো ?মেখে দেখেছ চারিদিকে ছড়িয়ে  থাকা শত সহস্র ধূলিকণা ? মাঝআকাশে জ্বলজ্বল করতে থাকা প্রকান্ড আলোর গোলাটা আলোর রোশনাই মাখানো সেই পথের সামনে আজ যেনো বড্ড  ফিকে । পাহাড়প্রমান দম্ভ নিয়ে সে যখন আজ হাজির হয়েছিল ,রাস্তা আটকে দাঁড়িয়ে ছিল তার, ভেবেছিল প্রচণ্ড আলোর ঝলকানিতে চারিদিকটা তছনছ করে দেবে ,ঠিক তখনই তার মুখোমুখি এসে দাঁড়িয়েছে আরো অনেকগুলো আলোর উৎস lযেন তারই মতো ,বা তার চেয়েও প্রকাণ্ড , ভয়ানক  ,যাদের সামনে দাঁড়িয়ে তার সেই দম্ভগুলো চূর্ণ হয়ে যায় এক লহমায় l সে বুঝেছে এই মহাজাগতিক  বিশ্বসংসারে সে একাই সর্বেসর্বা নয় ,তারই মতো অরও অনেক দাম্ভিক চোখ রাঙিয়ে  শাসন করতে প্রস্তুত । যাদের সামনে দাঁড়িয়ে  ,যাদের তেজে আজ তার নিজের চোখদুটো ঝলসাতে শুরু করেছে। প্রাণপণে সে তখন ছুটে চলে বারিকণার খোঁজে। কিন্তু কোথায় কি ?তার প্রচণ্ড দম্ভ  ,প্রচণ্ড অহঙ্কারে,আজ টুইটুম্বুর করতে থাকা জলরাশি গুলো ধূ ধূ মরুপ্রান্তরে পরিণত । দুচোখের প্রচণ্ড তেজ আজ যেন উধাত্ত , বরং চোখের কোণদুটো চিকচিক  করে ওঠে । দম্ভের কলমে সে লিখতে বসেছিল তার নিয়তি । আজ চোখদুটো শেষবার বন্ধ করার সময় সামনে ঘনিয়ে  আসা কালো আঁধারটাই বোধহয় ছিল তার শেষ পরিণতি ll

0 Comments