বন্ধন

বাসন্তী আভায় আবৃত রঙিন  দিনে,
প্রথম আলাপের সেই সন্ধিক্ষণে,
যদি এতটুকু খাদ থাকে সেই স্পর্শে,
মর্মস্পর্শী হয়ে অভিমানের সুরে গান গাইতে তুমি। ।

কথার আছিলায় , ভালোবাসার আঙিনায়,
তোমায় করা অঙ্গীকারগুলো যদি
মিথ্যের দরজায় কড়া নাড়ে, তবে কড়াঘাতের
সেই শব্দ হেলায় এড়িয়ে যেতে তুমি। ।

কিন্তু যাওনি, ফিরে এসেছ তুমি বারবার,
মনের দরজা উন্মুক্ত করে আগলে নিয়েছ
অনুভূতিগুলো, সযত্নে রেখেছ মনের কোণে ll
তাই আজ এক ছোট্ট অনুরোধ -
যদি কখনো হই মন খারাপের  কারন,
তবে তুমি অনাদরে ঢেকো, পুষে রেখো অভিমানী ঘ্রাণে,
আছে কত প্রেম লেখা বাকি ঐ সহজ প্রত্যাখ্যানে। ।

                                              -Nirmallya

0 Comments